ইসরায়েলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নারী আহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:৩৭

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ফিলিস্তিনের এক নারী আহত হয়েছেন। দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের আল কুদস শহরের মাঝামাঝি একটি চেকপয়েন্টে সোমবার এই ঘটনা ঘটে। খবর প্রেস টিভির।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ফিলিস্তিনি ঐ নারী একজন পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল।

ইসরায়েল পুলিশের মুখপাত্র লুবা আল-সামরি দাবি করেন, সোমবার ৩৯ বছর বয়সী ঐ ফিলিস্তিনি নারী কালান্দিয়া চেকপয়েন্ট অতিক্রম করার জন্য অপেক্ষা করছিল। এ সময় একজন নারী পুলিশ কর্মকর্তার ওপর ছুরিকাঘাত করে ঐ ফিলিস্তিনি নারী। এতে সামান্য আহত হন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, এরপর পুলিশ ঐ ফিলিস্তিনি নারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আহত হন ওই নারী। ইসরায়েলি পুলিশ তাকে কারাহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

২০১৫ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত তিনশোর অধিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। একই সময়ে মারা গেছেন ৩৭ জন ইসরায়েলি নাগরিক।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :