নাটোরে স্বামী হত্যায় স্ত্রীর তিন বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:১২

নাটোরের বড়াইগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী জেসমিন আরাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে প্রকাশ, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১৮ জুন সকালে বড়াইগ্রাম উত্তরপাড়ায় স্বামী মোহাম্মদ সেলিম ধারালো হাসুয়া নিয়ে স্ত্রী জেসমিনকে আঘাত করতে যান। এতে স্ত্রী বাধা দিয়ে হাসুয়া কেড়ে নিয়ে স্বামী সেলিমকে এলোপাথারি কোপ দিলে ঘটনাস্থলেই সেলিম মারা যান। পরে নিহত সেলিমের মা সানোয়ারা বেগম বাদী হয়ে জেসমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামিকে তিন বছরের দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় জেসমিন আরা আদালতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :