ইতালিতে চার দিনব্যাপী বৈশাখী মেলা

কমরেড খোন্দকার, ইতালি
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৩৪

ইতালির রাজধানী রোমে চার দিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব শুরু হয়েছে গত শনিবার। রোমের ভিয়া সেন্তসেল্লে ১০০-তে শুরু হওয়া মেলার প্রথম দিনেই বিপুলসংখ্যক লোকের সমাগম ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই জন ইতালীয় অতিথি ছাড়াও বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম বাচ্চু সিদ্দিকি, জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের আহবায়ক অলিউদ্দিন শামীম, সদস্য সচিব জসীম উদ্দিন মজুমদার, প্রধান সম্বনয়কারী আমিনুল ইসলাম ছাড়াও বাংলাদেশ সমিতির সহসভাপতি তারা মিয়া, সাধারণ সম্পদক প্রবীন সাংবাদিক ইমদাদুল হক মৃধা, দিদারুল আবেদীন, কাজী মনসুর আহমেদ শিপু, আতিয়ার রসুল কিটন, আব্দুর রশিদ, মোহনা টিভির বার্তা প্রধান মোস্তাফিজুর রহমান, রাবেয়া শিদকার শান্তা, সানজিদা আহম্মেদ ববি উপস্থিত ছিলেন।

শারমিন ও আমিনুল ইসলামের উপস্থাপনায় জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত পরিবেশন ছাড়াও অর্পিতা সিকদার, স্বপ্না দেবীসহ ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

জাতীয় বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসবে অন্যান্যদের সাথে মিডিয়া পার্টানার রয়েছে ঢাকাটাইমস।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :