ইবিতে প্রেমের প্রস্তাব দেয়ায় ছাত্রকে পিটুনি

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ২০:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক-প্রশাসন বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়ায় মেয়েটির বয়ফ্রেন্ডসহ ওই বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে। আহত সারওয়ার হোসেন শুভ অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

সোমবার দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলার করিডোরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলার করিডোরে লোক-প্রশাসন বিভাগের শারমিনের বয়ফেন্ড এবং একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওহিদুজ্জামান শাওনের সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। পরে সরওয়ার হোসেন শুভ ওই ভবনের শিক্ষক লাউঞ্জে আসলে সেখানে শাওন ও তার অনুসারীরা তাকে বেধড়ক পেটায়। এসময় তৌফিক, মাসুম বিল্লাহ, স্বপ্ন মিলে শুভকে কিল-ঘুষি মারতে মারতে লাউঞ্জের বাইরে নিয়ে আসে। এক পর্যায়ে শুভ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

শারমিন ঢাকাটাইমসকে জানিয়েছেন, আজই প্রথম শুভ আমাকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি বড় ভাইয়েরা জানতে পেরে ওকে মারধর করে।

এ বিষয়ে জানতে শুভর মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্তু ওই ছাত্রী আমার কাছে কোনো অভিযোগ করেনি।’

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :