কয়রা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, সভাপতি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২১:৩৬ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ২১:৩৫
শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দিদার

খুলনার কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। সেই সঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দিদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাইফুর রহমান সোহাগ ঢাকাটাইমসকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কোন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাননি সভাপতি।

তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কয়রা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অত্যাচার ও মারধরের অভিযোগ আনেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য এসএম আসাদুজ্জামান বুলবুল।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত শুক্রবার উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী ও কয়রার সন্ত্রাসী শাহবাজ হোসেন টেক্কার নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল দক্ষিণ বেদকাশী ইউনিয়নে তার ঘের দখল করতে যায়। ওই দিন সংঘবদ্ধ দলটি বুলবুল ও তার দুই ছেলেকে বেধড়ক মারধর ও লুটপাট করে চলে যায়। এ সময় ঘেরের বাসা থেকে বাগদা চিংড়ি বিক্রির নগদ ৬৫ হাজার টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় তারা। এরপর থেকে মেহেদী তাকে মামলা না করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সম্প্রতি বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সংসদ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল মন্ত্রী ও এমপির দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়ানোর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :