কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল দুই নারীসহ চারজনের
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরলে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলার গন্ডামারা গ্রামের সুলতান মিয়ার ছেলে আবদুর রাজ্জাক, তার স্ত্রী ঝর্না বেগম, শাশুড়ি হজরত মিয়ার স্ত্রী জয়নবের নেছা এবং অটোচালক বাচ্চু মিয়া।
আহত হয়েছে রাজ্জাকের সাত বছরের ছেলে রাজু ও এক আত্মীয় ইসহাক মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসহাক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ পাল ঢাকাটাইমসকে জানান, নোয়াখালীমুখী যাত্রীবাহী ইকোনো বাসটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এসে কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নীচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক বাচ্চু মিয়া মারা যান।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন