যাবজ্জীবন মানে আমৃত্যু, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২২:৪৬ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ২২:৪৪

‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড’ এমন পর্যবেক্ষণ দিয়ে গত ফেব্রুয়ারি মাসে দেয়া আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। সোমবার এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। ৯২ পৃষ্ঠার রায়টি প্রধান বিচারপতি নিজেই লিখেছেন।

রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হুসেইন হায়দার।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ সংক্ষিপ্ত আকারে আসামির আপিল খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় ঘোষণা করেন।

এই রায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত হলো, যখন কোনো মৃত্যুদর সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়, এর মানে অপরাধীকে তার স্বাভাবিক জীবনকাল আমৃত্যু কারাবাসে থাকতে হবে।

২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৩ সালে দ্রুত বিচার আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। ওই আবেদনের শুনানি শেষে ওই তিনজনের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন দণ্ড দেন আদালত।

এ বিষয়ে রায় প্রকাশিত হওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ডই হবে। আগে এসব আসামিকে দ্বীপান্তর করা হতো। এটা যখন উঠে গেল, তখন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করা হলো। এখন সময় বিবেচনা করা হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :