মেহেরপুর পৌরসভায় ভোটগ্রহণ চলছে

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১১:০০
অ- অ+

মেহেরপুর পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয় এই ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

সকালে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সমাগম বাড়ছে। প্রতিটি ভোটকেন্দ্রে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

মেহেরপুর পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২৩ ও নারী ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩২ জন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফিজুর রহমান রিটোন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মোতাসিম বিল্লাহ মতু (নারকেল গাছ) প্রতীক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিশান সাবের (মোবাইল ফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রোকুনুজামান বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

পুলিশ জানায়, নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে পুলিশ মাঠে রয়েছে।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
২০২৬ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ ও পরিকল্পনা নিয়ে যা বললেন নেইমার
কুড়িগ্রামে ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা