নয়াপল্টনে হঠাৎ বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১২:৫৫ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১১:৩৪

হঠাৎ করেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার সকাল ১০টার পর বৈঠকটি শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব) রুহুল আলম, সেলিমা রহমান, আহমদ আজম খান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমদ চৌধুরী, আতাউর রহমান ঢালী ও হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদিন ফারুক, ভিপি জয়নাল, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, ডা. শাখাওয়াত হোসেন জীবন, শামা ওবায়েদ, এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

সম্প্রতি দলের ৭৫টি সাংগঠনিক জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং তৃণমূলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ৫১টি টিম গঠন করেছে বিএনপি। বৈঠকে এসব টিমের বেশ কয়কেজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।

বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও দলটির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :