বরগুনায় অপহৃত শিশুসহ গ্রেপ্তার ২
বরগুনায় অভিযান চালিয়ে অপহৃত শিশুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে বরগুনার বেতাগী থানাধীন বামনা খেয়াঘাট থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
তারা দুজন হলেন, আমতলী এলাকার জুয়েল হাওলাদার ও রুহিতা এলাকার সুজন হাওলাদার।
দুপুরে র্যাব ৮ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস কনফারেন্সে উপঅধিনায়ক আদনান কবির জানান, ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া থানার আমুয়া এলাকা থেকে সাড়ে তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ্ নাফিকে অপহরণ করেন দুইজন।
অপহরণকারীরা রাতেই নাফির পিতা কামাল হোসেনকে ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওই ঘটনার পরদিন নাফির মা এনি বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। একইসাথে র্যাব-৮ বরাবর আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে র্যাবের সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে শিশুটি উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে।
র্যাব কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর ৫টায় শিশু নাফিকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
উপঅধিনায়ক বলেন, অভিযান চলাকালে আসামিরা ক্রমাগত স্থান পরিবর্তন করছিল।
অপহৃত শিশু নাফির পিতা কামাল হোসেন জানান, অনেক খোঁজাখুঁজি শেষে না পাওয়ার পর রাতে দুটি নম্বর থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে র্যাবের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে উদ্ধারে সক্ষম হই।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন