‘শাকিবের কারণে বেশিরভাগ শিল্পী বেকার’

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:৫২ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:১৮

গণমাধ্যমে নির্মাতাদের নিয়ে ‘কটূক্তি ও মানহানিকর’ বক্তব্যের অভিযোগে চলচ্চিত্র সংক্রান্ত সব কাজে শাকিব খানকে সাময়িক বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

সোমবার বিকালে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা আসে। এতে বলা হয়, সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষায় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এর ‘সম্মানজনক’ সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি অনুরোধ করা হয়েছে।

যদি শাকিব খান সময়মতো যোগাযোগ না করেন তাদের সঙ্গে তাহলে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে? জানতে চাইলে ঢাকাটাইমসকে বদিউল আলম খোকন বলেন, ‘নোটিশে ৭ দিন সময় বেধে দেয়া হয়েছে। এরমধ্যে শাকিবকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সে নিশ্চয়ই এরমধ্যে যোগযোগ করবে। আর যদি না করে তাহলে মামলা হয়ে যাবে।’

শাকিব খান মনে করছেন বাংলাদেশে ছবির সংখ্যা অনেক কমে গেছে। এনিয়ে বদিউল আলম খোকন বলেন, ‘একজন পরিচালক সারাজীবনে একটি ছবিও বানাতে পারেন। এটা নিয়ে কেউ কিছু বলতে পারেন না। একজন আর্টিস্ট একটি ছবিতেই অভিনয় করেছে এমন অনেক রয়েছে। তাই বলে তাকে হেয় করে কিছু বলার অধিকার কারো নেই। আপনি সাংবাদিক। আপনাকে যদি কেউ শপিং মলে দেখে তাহলে কি বলবে যে আপনি সাংবাদিকতা থেকে বিরত রয়েছেন। বিষয়টা এমনই। একটি ছবি বানাতে এক বছর সময় লাগে। তার মধ্যে ৪০দিন শুটিং সময়। আর বাকি সময়টা একজন পরিচালক ছবিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এখন কেউ যদি বলে সে বেকার, তাহলে তা কি ঠিক?’

খোকন আরো বলেন, ‘এখন যদি আমি বলি বেশিরভাগ আর্টিস্টকে বেকার করার পেছনে একা শাকিব খানই অনেকখানি দায়ী। শাকিবের কারণেই বেশিরভাগ শিল্পী বেকার রয়েছে, তাহলে শাকিব কি জবাব দেবে? কারণ দেশের চলচ্চিত্রের দিকে সে না তাকিয়ে পাশের দেশের ছবি নিয়ে সে মেতে ছিল। এতে কি দেশের একটি কাজ হলেও কম হয়নি? অথচ শাকিব এই দেশের ভাত মাছ খেয়েই আজ শাকিব খান হয়েছে। সেকি কোন পরিচালককে টাকা দিয়ে সাহায্য করেছে? তাহলে কেন সে তাদের বিরুদ্ধে কথা বলবে? এরকম কথা বলার তার কোন রাইট নাই।’

এই নিয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

৫ মে শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে খোকন বলেন, ‘নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের প্রতিনিধিগণ প্রেস কনফারেন্সে বলেছে সাংবিধানিকভাবে কোন ব্যক্তি বা কোন কমিটির কেউ নির্বাচন বাতিল করতে পারবে না। ৫ মে সঠিক সময়েই শিল্পী সিমিতি নির্বাচন করবে।’

এফডিসিতে এখন ৩৭৫ জন পূর্ণাঙ্গ পরিচালক রয়েছেন। সহযোগী পরিচালক রয়েছেন আরো ১০০ জন। খোকনের ভাষ্যে প্রযোজক সমিতির হিসাব মতে গত বছর ৬৮টি চলচ্চিত্র দেশে তৈরি হয়ছিলো। যা ২০১৩ সালে ছিল ৮৫টি। এই পরিসংখ্যান বলে দেয় দেশে সত্যিই ছবির সংখ্যা অনেক কমে গেছে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল দেশের একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি।পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’ তার এই বক্তব্য ধরেই উত্যপ্ত হয় এফডিসি। এ সব নিয়েই আবার নতুন করে আলোচনার সৃষ্টি হয়। পরিচালকরা মনে করছেন এই কথাগুলো তাদেরকে হেয় করতেই শাকিব বলেছে।এই কথার সূত্র ধরেই তাকে নোটিশটি পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমইউ/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :