ময়মনসিংহে গাছের ডাল ভেঙে ২০ ট্রেনযাত্রী আহত

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:০০

ময়মনসিংহে গাছের ডাল ভেঙে পড়ে কমপক্ষে ২০ট্রেনযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবাই মহুয়া এক্সপ্রেস ট্রেনের ছাদের যাত্রী। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটির ছাদে কমপক্ষে ৬০ যাত্রী ছিলেন। ট্রেনটি ময়মনসিংহ ফাতেমা নগর স্টেশন পার হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় পৌঁছলে ট্রেন লাইনের পাশে একটি কড়ই গাছের ডাল ভেঙে পড়ে। এতে ওই যাত্রীরা আহন হন। পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :