গাজীপুরে ইয়াবাসহ দুইজন আটক
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকা থেকে দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
আটকরা হরেন- সিটি করপোরেশনের দাসপাড়া কদমতল এলাকার আনিছুর রহমানের ছেলে আশিকুর রহমান ফাহিম ও রংপুরের গিলাই গাছুয়াপাড়া এলাকার ইমদাদুল হকের ছেলে আসাদুজ্জামান আসাদ।
ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় চান্দনা চৌরাস্তা থেকে রিকশাযোগে নাওজোড় যাওয়ার পথে ইটাহাটা এলাকা থেকে ফাহিম ও তার সহযোগীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন