পটুয়াখালী বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৩৫

পটুয়াখালীর বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পটুয়াখালী জেলার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন রেজা এবং পটুয়াখালী শহর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শাহীন বিহারীকে তাদের দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া তাদেরকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে তার লিখিত জবাব প্রদানেরও নির্দেশ দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :