রাজধানীর জলাবদ্ধতায় দায়ী ওয়াসা: মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৫৭ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৫৩
ঢাকার জলাবদ্ধতার চিত্র

রাজধানী ঢাকার জলাবদ্ধতার জন্য পানি সরবারহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠা ওয়াসাকে দুষলেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সংস্থাটিকে ব্যর্থ আখ্যায়িত করে ওয়াসাকে সিটি করপোরেশনের সঙ্গে একীভূত করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দক্ষিণ সিটি করপোশনের উদ্যোগে আয়োজিত ঢাকা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

খোকন বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে না। এজন্য নগরীর মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াসাকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হোক অথবা ঢেলে সাজানো হোক।’

মেয়র বলেন, ‘বিগত পাঁচ দিনের টানা বর্ষণে ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। কিন্তু বলতে বাধ্য হচ্ছি ঢাকা ওয়াসা আজ ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে।’

খোকন বলেন, ‘ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। কিন্তু এ জলাবদ্ধতা নিরসনে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এতে তাদের মনোযোগ প্রয়োজন। তাদের কর্মকর্তা-কর্মচারীরা যদি একটু মনোযোগী হয় তাহলে এ জলাবদ্ধতা নিরসন সম্ভব। অথচ তাদের খুঁজে পাওয়া যায় না।’ মেযর বলেন, ‘সংস্থাটির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল দখল হচ্ছে। দায় আসছে আমাদের ওপর।’

ঢাকা উৎসবের যৌথ আয়োজক ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাবির শিক্ষক অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিল্লাল প্রমুখ।

২৯ এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসব চলবে। এতে সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় বিতর্ক, বারোয়ারী বিতর্ক, উপস্থিত বক্তৃতা, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, রচনা লিখন, ফটোগ্রাফি, শিশু চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :