মোস্তাফিজের শক্তিগুলো পড়ে ফেলেছে ব্যাটসম্যানরা : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৬:০৮

গত বছর সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন বাংলাদেশি কৃতি ফাস্ট বোলার মোস্তাফিজুর রাহমান। কিন্তু এবারের চিত্র পুরোপুরি উল্টো। এবার একাদশেই জায়গা হচ্ছে না তার। এ পর্যন্ত মাত্র এক ম্যাচে মাঠে নামতে পেরেছেন কাটার বয়।বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এটাকে অবশ্য স্বাভাবিক ঘটনাই বলছেন মাশরাফি বিন মোর্তজা।

তিনি বলেন,‘এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, তাতে সেটা স্বাভাবিক ব্যাপারই। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটাই বরং অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ৪-৫ ম্যাচে ৩০ উইকেট -এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।’

আয়ারল্যান্ডে ক্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে কালই ইংল্যান্ড রওনা হবে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মশিরাফি বিন মোর্তজা। নানা বিষয় নিয়েই কথা বলেন তিনি। কথা বলেন মোস্তাফিজকে নিয়েও।

মোস্তাফিজের কঠিন সময় এটা। এই সময়ে ওকে চাপে না রেখে নির্ভার রাখতে চান মাশরাফি। আর সেটা হলে আগামীতে ভালো সুফল পা্ওয়া যাবে বলে মনে করেন তিনি। মাশরাফি বলেন,‘দেখেন, আমরা যদি ওকে চাপে রাখি তাহলে ওর জন্য কাজগুলো আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা প্রকাশ না করে যদি ওকে নির্ভার রাখতে পারি। তাহলে আগামী ১০ বছর আমাদের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবে মুস্তাফিজ।’

সামনে মোস্তাফিজকে অনেক পরিশ্রম করতে হবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন,‘এখন ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ে ফেলছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।’

ইনজুরি এবং কাঁধের অস্ত্রপচারকে মোস্তাফিজের জন্য বড় ঘটনা হিসেবে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আর এটাই কাটার বয়কে কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। মাশরাফি বলেন,‘মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা হয়েছে ওর ইনজুরি। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। এছাড়া ওর বয়সও মাত্র ২০ বছর। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য এখন পরিস্থিতি খুব কঠিন।’

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :