সব জেলায় রেল লাইন হবে: মুজিবুল হক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৩১ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:২৯

বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে রেলের কোনো উন্নয়ন করেনি উল্লেখ করে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, পর্যায় ক্রমে দেশের সব জেলায় রেল লাইন করা হবে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশনের নব নির্মিত প্লাটফরম সেড ও হাইলেভেল প্লাটফরম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

রেলপথ মন্ত্রাণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজীম আনার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই রেলের উন্নয়ন হয়।

বিএনপির আমলে রেলের জন্য মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ ছিল। সেখানে বর্তমান সরকারের আমলে রেলের বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ১১হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :