টঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকা থেকে শিল্পি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টায় মিল গেইট এলাকার জসিমের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিল্পির পরিবারের দাবি, শাশুড়ি ও স্বামী রাতভর মারধরের পর শিল্পিকে ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় শিল্পির স্বামী মমিনকে আটক করেছে পুলিশ।
শিল্পি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
নিহতের বাবা হাবিবুর রহমান জানান, এক বছর আগে মমিনের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় শিল্পির। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শাশুড়ির সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হত শিল্পির। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়াহয়। এক পর্যায়ে মমিন ও তার মা রাতভর মারধরের পর আমার মেয়েকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন