বগুড়ায় সেপটিক ট্যাংকিতে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ২১:১৬
ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের বানাইল মহল্লায় সেপটিক ট্যাংকিতে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার বানাইল মহল্লার বাবলু প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামের ফয়জার রহমানের ছেলে রাজমিস্ত্রী আঙ্গুর হোসেন (২৮) এবং তার সহকারী শ্রমিক একই এলাকার সাদেক আলীর ছেলে শাহ আলম আলী (২২)।

শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, ওই মহল্লার বাবলু প্রামাণিক নতুন বাড়ি নির্মাণ করছেন। কাজ প্রায় শেষের পথে। সেই বাড়ির সেপটিক ট্যাংকির নির্মাণ কাজও শেষ হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেই ট্যাংকির সাঁটার খোলার জন্য দুই শ্রমিক ভেতরে নামলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশে সংবাদ দিলে তারা লাশ দুটি উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান দুই শ্রমিকের মৃত্যু নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রির্পোট তৈরির পর ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :