এফবিসিসিআই নির্বাচন: ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১২:২৮ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ২৩:১৭

বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেকার হোসেন বাবুলের নেতৃত্বে ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে ‘ব্যবসায়ী ঐক্য ফোরাম’নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাণী হোটেলে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮ জন সদস্য নিয়ে এই প্যানেল ঘোষণা করা হয়।

আগামী ১৪ মে এফবিসিসিআই ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালের নির্বাচন হবে। গত বৃহস্পতিবার এফবিসিসিআই নির্বাচনে শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা করা হয়।

ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেলের মধ্যে রয়েছে বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মোহাম্মদ উল্যাহ পলাশ, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ওবায়দুর রহমান, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারাস অ্যাসোসিয়েশনের শফিকুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্ট অ্যাসেম্বলিং অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের মিজানুর রহমান বাবুল, বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির মোহাম্মাদ জালাল উদ্দিন, বাংলাদেশ এগ প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তাহের আহমেদ সিদ্দিক।

এছাড়া রয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ডা. মাহবুব হাফিজ, বাংলাদেশ ইন বাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের এম জি আর নাসির মজুমদার, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের ড. কাজী এরতেজা হাসান, বাংলাদেশ মোশন পিকচার্স এক্সিবিউটর্স অ্যাসোসিয়েশনের কাজী শোয়েব রশিদ, বাংলাদেশ রেলওয়ে স্পেয়অরস পার্টস অ্যান্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের ফেরদৌস হুদা চৌধুরী, বাংলাদেশ রাইস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের মোহা. ইসহাকুল হোসেন সুইট।

প্যানেলে আছেন বাংলাদেশ ঋণ গ্রহিতা সড়ক পরিবহন মালিক সমিতির মো. গিয়াস উদ্দিন চৌধুরী, বাংলাদেশ স্পেশালাইজড হাইড্রো কার্বন ম্যানুফ্যাকচারাস অ্যাসোসিয়েশনের এনায়েত হোসেন চৌধুরী, বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের আমির উদ্দিন বিপু, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের হেলেনা জাহাঙ্গীর, প্যাকেজিং ইন্ডাট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাব্বানী জব্বার এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার্স অ্যাসোসিয়েশনের আলী জামান।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :