চুয়াডাঙ্গায় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কবরী রোড সড়কে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে রাতে শহরের কবরী রোড সড়কে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী রাসেল (২৮), রিগান (২৫) ও ইমরান আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রিগান ও ইমরানকে রাজশাহীতে পাঠানো হয়। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন