কোন দল কেমন হলো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৩:০২ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১২:৫২

১ থেকে ১৮ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। যেখানে অংশ নেবে আট দল। দলগুলো দুইটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

চলুন দেখে নেয়া যাক চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল কেমন হলো:

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান ও শফিউল ইসলাম।

পাকিস্তান: আহমেদ শেহজাদ, আজহার আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরঞ্জন ডিকওয়েলা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চামারা কাপুগেদারার, এসেলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, লাসিথমালিংগা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুওয়ান প্রদীপ, থিসারা পেরেরা, লাকসান সন্দাকান ও সিকুগে প্রসন্ন।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, কলিন দ্য গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম, মিচেল ম্যাকক্লানাঘান, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, জিতান প্যাটেল, লুক রঙ্কি, মিচেল সান্টার, টিম সাউদি ও রস টেলর।

অস্ট্রেলিয়া: স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জোশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মোয়েসেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মারকাস স্টোনিস, ম্যাথু ওয়েড, ও অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, আন্দিল ফেহ্লুক্বায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ডোয়াইন প্রোটোরিয়াস, কেশব মহারাজ, ফারহান বেহারদিয়েন ও মর্নে মরকেল।

ইংল্যান্ড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, জস বাটলার, লিয়াম প্লাংকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রায়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক ওয়াইড।

উল্লেখ্য, এখনও স্কোয়াড ঘোষণা করেনি ভারত।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :