চ্যানেল আইতে টার্কিশ ড্রামা লুকানো ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৩:৩৩

বিখ্যাত টার্কিশ উপন্যাসিক হালিদ জিয়া ওসাকলিগিল-এর ১৮৯৯ সালের জনপ্রিয় উপন্যাস ‘আস্ক আই মেমনু’ অবলম্বণে নির্মিত টার্কিশ ড্রামা সিরিয়াল ‘লুকানো ভালবাসা’। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত অত্যান্ত জনপ্রিয় এই সিরিয়ালটির মাধ্যমেই মূলত: টার্কিশ সিরিয়ালগুলো বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেতে শুরু করে এবং আমেরিকান সিরিয়ালগুলোর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়! এ সি আই পিওর গুঁড়া মশলা নিবেদিত ‘লুকানো ভালবাসা’ চ্যানেল আইতে বাংলায় প্রচার হবে বৃহস্পতিবার রাত ৮টায়।

প্রসঙ্গত, লুকানো ভালোবাসা -তুর্কী ভাষায় আশক-ই মেমনু নামে পরিচিত। এটি ২০১০ সালের মাঝামাঝি চ্যানেল ডি তে সম্প্রচারিত তুর্কি রোমান্টিক টেলিভিশন ধারাবাহিক নাটক। এটি হালিত জিয়া উশাক্লিগিলের রচিত একই নামের ১৮৯৯ সালের উপন্যাসের নাট্যরূপ, তবে এতে মূল উপন্যাসের উনিশ শতাব্দীর প্রেক্ষাপটের পরিবর্তে সমসাময়িক ইস্তাম্বুলের পটভূমিতে কাহিনী চিত্রায়িত হয়েছে। আশক-এ মেম্নু হল তুরস্কে এযাবৎকালের রেকর্ড ভঙ্গকারী এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত টিভি ধারাবাহিক। পাকিস্তানে এর শেষ পর্বের রেটিং ছিল ১১.৯ যা একসঙ্গে ৯ কোটিরও বেশি দর্শক দেখেছিল। তুমুল জনপ্রিয়তার কারণে এটি পাকিস্তানে দ্বিতীয়বার সম্প্রচারিত হয়। সিরিজটি আরবি, ফার্সি, উর্দু, হিন্দি,হিব্রু, মালয়, চীনা ইতালিয়ান, জার্মান, স্প্যানিশ, ফরাসিসহ সহ ৭৩ টি ভাষায় ডাবিং করে সম্প্রচার করা হয় এবং এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সিরিজ হিসেবে খ্যাত । ২০১৬ সালের ১০ই নভেম্বর থেকে চ্যানেল আই সিরিজটি বাংলা ভাষায় সম্প্রচার করা শুরু করে।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :