মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৫:১৭

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিতে প্রতীকী অনশন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসব দাবিতে প্রতীকী অনশন করে শিক্ষক সমিতি।

শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে বাংলাদেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে জিডিপি’র ছয় শতাংশ বরাদ্দ দিতে হবে। বিক্ষিপ্তভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না করে পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে।

আবুল কাশেম বলেন, ২০১০ সালের প্রণীত জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বার্ষিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে।

১৫ মে’র মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনশনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মণি হালদার, মহিলা বিষয়ক সম্পাদক বেগম নূরুন্নাহার প্রমুখ।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/জিএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :