রাজশাহীতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪৫

চার দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করেন। এতে বাসের ভাঙা কাচের আঘাতে দুইজন আহত হন। এছাড়া গরমে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু ডিপ্লেমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কৌশিক জামাল জুয়েল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর জিরোপয়েন্টে জড়ো হন ম্যাটস শিক্ষার্থীরা। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাজশাহী কলেজের একটি বাস তাদের বিক্ষোভ সমাবেশের মধ্যে চলে আসলে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে গাড়ির কাচ ভাঙচুর করেন।

এসময় গাড়ির কাচের আঘাতে শাকিল ও শুভ নামের দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিক্ষোভ সমাবেশ চলাকালে গরম তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ভারটপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে সেখানে একটি বাস চলে আসায় তারা ক্ষুদ্ধ হয়ে জানালার কাচ ভাঙচুর করে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।

এদিকে জিরোপয়েন্ট থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা রেলগেট এলাকায় সমাবেশ করেন। ম্যাটস শিক্ষার্থীদের এই সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি রমজানুল মোবারক সাইমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও সহ-সংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ। সমাবেশে তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকলে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে নিয়োগ ও বে-সরকারি ক্লিনিক-হাসপাতালে ম্যাটস থেকে পাস করার ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি এবং ইন্টার্নশিপে ভাতা প্রদান।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :