আত্মসাতের মামলায় কারখানার এমডি কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৮

এক্সিম ব্যাংকের রাজউক এভিনিউ শাখার ২০৬ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স হাজি ইসলাম স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার (এমডি) ইসলাম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ভোররাতে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পরে বুধবার সকালে মতিঝিল থানায় এ আসামিসহ পাঁচজনকে আসামি করে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স হাজি ইসলাম উদ্দিন মিলের পরিচালক তাসলিমা ইসলাম, রেজওয়ানুল ইসলাম, আয়াজ ইবনে ইসলাম এবং এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজউক এভিনিউ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহজাহান।

মামলায় বলা হয়, এক্সিম ব্যাংক থেকে আসামী ইসলাম উদ্দিন কারখানার দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ১১৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরে ওই ঋণের সুদ হয় ৯২ কোটি ৩২ লাখ টাকা। পরবর্তী সময়ে কারখানাটি বন্ধ করে দিয়ে আসামিরা পরস্পর যোগসাজসে সুদসহ ২০৬ কোটি টাকা আত্মসাৎ করেন।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

ড. ইউনূসের দণ্ড স্থগিতের প্রশ্নে আদেশ আজ

মাদক মামলার ২৫ আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

মুশতাকের ধর্ষণ মামলা: নতুন করে পিবিআইকে তদন্তের নির্দেশ

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের সম্পত্তি: হাইকোর্ট

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল চ্যালেঞ্জ করে আবেদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :