চীনের তৈরি রণতরী সমুদ্রে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৯:১৫ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৯:০৮

নিজেদের প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী পানিতে ভাসিয়েছে চীন। রণতরী নকশাও চীনেই করা হয়েছে। অবশ্য এ রণতরীর নাম এখনো প্রকাশ করা হয়নি। চীন তার নৌবাহিনীকে মাঝ সমুদ্রে শক্তি প্রদর্শনে সক্ষম করার জন্য যে পরিকল্পনা নিয়েছে এটি তারই অংশ।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় সমুদ্র বন্দর দালিয়ানে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রণতরীটিকে ডক থেকে সমুদ্রে নামানো হয়।

এ নিয়ে দেশটির বিমানবাহী রণতরীর সংখ্যা দুইটিতে দাঁড়াল। পানিতে পরীক্ষামূলক চলাচল এবং অস্ত্রসজ্জা শেষ হওয়ার পর রণতরীটিকে চীনা নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে। ২০২০ সালের আগে এটি চীনা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এ রণতরীর কৃত্রিম উপগ্রহ থেকে নেয়া ছবি, আলোকচিত্র এবং সংবাদ গত কয়েক মাস ধরে চীনা এবং চীনের বাইরের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে নিজস্ব প্রযুক্তিতে রণতরী নির্মাণের ক্ষেত্রে চীন ধাপে ধাপে এগিয়ে গেছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :