জ্ঞান আনন্দে মেতে ওঠার আহ্বানে বই উৎসব

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৯:৩১

‘জ্ঞান আনন্দে মেতে ওঠো উত্তরা’শ্লোগানকে সামনে নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ঐতিহ্য বই উৎসব। গাউসুল আজম এভিনিউ উত্তরা মডেল টা্উন সেকটর-১৩ এর ‘ঢাকা গ্রামার স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে এই উৎসব হবে।

ঐতিহ্যর জনসংযোগ কর্মকর্তা জাহিরুল ইসলাম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৭ এপ্রিল শুরু হওয়া এ উৎসব আগামী ০৬ মে পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে।

জাহিরুল ইসলাম জানান, একটি বইপ্রেমী প্রজন্ম গড়ার প্রত্যয়ে বই সহজলভ্য ও বিশেষ মূল্য ছাড়ে পাঠকদের হাতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য আয়োজন করেছে এই বই উৎসব। বিশেষ মূল্যছাড়ের এই উৎসবে পাঠকরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই সংগ্রহ করতে পারবে ৩০ শতাশ ছাড়ে। ঐতিহ্য বই উৎসব আয়োজনে সহযোগিতা করছে ‘ঢাকা গ্রামার স্কুল অ্যান্ড কলেজ’ ও স্থানীয় সামাজিক সংগঠন ‘ক্লাব-১২’।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :