শরীয়তপুরে দেশীয় অস্ত্র তৈরির সময় দুই কারিগর আটক
শরীয়তপুর জেলার সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকা থেকে দেশীয় অস্ত্র তৈরি করার সময় দুই কারিগরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড রাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটরা হলেন- সদর উপজেলার তুলাসার ইউনিয়নের চরস্বর্ণঘোষ গ্রামের সন্ধিসার গ্রামের মৃত আব্দুল মজিদ খার ছেলে খলিল খাঁ (৫০) ও আউয়ুাব আলী আকনের ছেলে নান্নু আকন (৩৫)।
শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা ঢাকাটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মোশারফ তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় দেশীয় অস্ত্র তৈরির কারিগর নান্নু আকন ও খলিল খাঁ নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১টি ঢাল, ১০টি টেঁটা, একটি দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির মালিক মোশারফ তালুকদারকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন