ঘুষ না পেয়ে শিক্ষকের মাথা ফাটালেন কেরানি!

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২২:৪১ | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ২২:৩৬

২০ হাজার টাকা ঘুষ না পেয়ে উপজেলার শিক্ষা অফিসের কেরানি আব্দুর রশিদ সিরাজগঞ্জের শাহজাদপুরের ডায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল হাসানের মাথা ফাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে এই ঘটনা ঘটে। পরে উপজেলার শিক্ষক সমিতির নেতারা প্রশাসনকে জানালে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা শিক্ষা অফিস থেকে কেরানি রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রধান শিক্ষক রশিদুল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘স্কুলের কাজের ব্যাপারে কথা বলতে চাইলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন কেরানি রশিদসহ অন্যরা। ঘুষের টাকা না দেয়ায় প্রথমে স্ট্যাপলার পরে হাতের কাছের রড দিয়ে গুরুতরভাবে আঘাত করে আমাকে। সেই আঘাতে অফিসেই মাথা ঘুরে পড়ে যাই আমি। পরে আমার সহকর্মী অন্য শিক্ষকরা স্থানীয় পোতাজিয়া হাসপাতালে ভর্তি করেন।’ তার মাথায় দ্রুত অপারেশন করতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপস্থিত শিক্ষকরা বলেন, এই কেরানি রশিদসহ অন্য কেরানিরা শিক্ষকদের সবসময় অফিসের কাজে জিম্মি করে ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষ না পেলে প্রায়ই নারী শিক্ষিকাসহ সম্মানিত শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষককে গুরুতরভাবে লাঞ্ছিত করার দায়ে কেরানি রশিদকে চাকরি থেকে বরখাস্ত ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন শিক্ষকরা।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব ঢাকাটাইমসকে বলেন, শিক্ষক লাঞ্ছনাকারী রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান শিক্ষকের সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী সময়ে অভিযুক্ত রশিদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :