‘ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এসেছেন হাসিনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ২৩:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের বদলে নিজের দেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা সবকিছু উজার করে দেব, আর তারা আমাদের দিকে তাকাবে না। শেখ হাসিনা নিজেই গিয়ে আঁচল খুলে দিয়ে এলেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খানের স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্মরণসভার আয়োজন করে আলমগীর হায়দার খান স্মৃতি সংসদ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গতকাল মমতা বলেছেন তিস্তা চুক্তি হবে না। তিস্তার পানি আমাদের ন্যায্য অধিকার।’ তিস্তা চুক্তি নিয়ে ভারত খেলছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘মমতা চুক্তিতে বাধা দিচ্ছেন, মমতা মোদি একই। কারণ কোনো প্রদেশ আন্তর্জাতিক চুক্তিতে বাধা দিতে পারে না।’

বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তিস্তা নিয়ে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘ফারাক্কার মতো লংমার্চের মধ্য দিয়ে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে হবে। আন্দোলন না হলে তিস্তার পানি পাবো না।’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, দলটির ভাইস চেয়রম্যান মোহাম্মাদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ। (ঢাকাটাইমস/২৬এপ্রিল/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :