বরিশাল জেলা প্রশাসক-কমিশনার-সচিবের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ২৩:৪৪

বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সিনিয়র কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে জুনিয়রদের প্রমোশনের তালিকা প্রস্তুত করায় তা স্থগিত চেয়ে বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক মামলাটি শুনানির জন্য তারিখ ধার্য্য করেছেন।

২০ এপ্রিল অফিস সহকারী মো. মাহাফুজুর রহমান সহ ১৭ জন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন বলে আদালত সূত্র জানিয়েছে।

মামলায় বরিশাল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণলয়ের সচিব এবং সহকারী কর্ম কমিশনের উপ পরিচালকে বিবাদী করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, সরকারি চাকরি বিধীমালা মোতাবেক জ্যেষ্ঠতা দেখে পদোন্নতি ও স্থানীয় করণের বিধান রয়েছে। ১০/১০/২০১৬ ইং তারিখের আদেশ মোতাবেক ৬/০৪/২০১৭ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয় ও তার আওতাধীন অফিস সমূহের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্টিফিকেট সহকারী পদে কর্মরত-কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করে উচ্চ মান সহকারীর শূন্য পদে পদোন্নতির প্রস্তাব পাঠিয়েছেন।

এ পদোন্নতি বেআইনিভাবে প্রদান করা হলে সিনিয়র কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করে ঐ স্মারক ও তালিকা বাতিল চেয়ে মামলাটি দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :