অক্সফোর্ডে গণমাধ্যম বিষয়ক বইয়ের প্রকাশনা

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:৩৬

ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির মার্গারেট হলে ‘এটাকস অন দ্য প্রেস: দ্য নিউ ফেইস অব সেন্সরশিপ’ শীর্ষক এক প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠান হয়। গণমাধ্যমের ওপর বিশ্বের নানা প্রান্তের হুমকি নিয়ে এই গ্রন্থে লিখেছেন- গার্ডিয়ানের প্রধান সম্পাদক এ্যালান রাশব্রিজার, সিএনএন খ্যাত ক্রিস্টিন আমানপুরসহ অনেকে।

অক্সফোর্ড রয়টার্স ইনস্টিটিউট ফর দ্যা স্ট্যাডি অব জার্নালিজম এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

এতে প্যানেল আলোচনায় অংশ নেন- সিপিজে নির্বাহী পরিচালক জোয়েল সাইমন। দ্যা গার্ডিয়ানের প্রধান সম্পাদক অ্যালান রাশব্রিজার, চ্যানেল ফোর-এর ইন্টারন্যাশনাল এডিটর লিন্ডসে হিলসাম, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ প্রেজেন্টার রাজিয়া ইকবাল।

সিপিজে নির্বাহী পরিচালক জোয়েল সাইমন বলেন, ‘সিপিজে বাংলাদেশ পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে। প্রতিটি রিপোর্টে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে।’

এছাড়া আলোচনায় আরো অংশ নেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, ‘সহকর্মী সাগর-রুনির মতো সাহসী সাংবাদিকের নির্মমভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। মানবাবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, কেবল ২০১৬ সালে ১১৭ জন সাংবাদিক নির্যাতনের মুখোমুখি হয়েছে।’

প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. কে এম মালেক, মানবাধিকার কর্মী ব্যারিস্টার এম এ সালাম, সমাজকর্মী নাসিম আহমেদ চৌধুরী।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :