বিয়ের প্রলোভনে তরুণীকে ভারতে পাচারের চেষ্টা, আটক ১

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:৪২

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীতে ভারতে পাচারের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই তরুণীকে উদ্ধার করা হয়। বুধবার বিকালে ওই পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার করা তরুণীর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকায়। এছাড়া আটক কমল হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি গ্রামের পরিমলচন্দ্র হাওলাদের ছেলে।

পুলিশ জানায়, সীমান্ত দিয়ে এক তরুণীকে ভারতে পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ গাতিপাড়া সীমান্তে অভিযান চালায়। এ সময় কমল হাওলাদার আটক এবং ওই তরুণীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক রিপন দাস বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। মামলায় কমল হাওলাদারকে একমাত্র আসামি করা হয়।

উদ্ধার হওয়া তরুণী জানায়, কমল হাওলাদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কমল তাকে বিয়ের কথা বলে বাড়ি থেকে এনে ভারতে নিয়ে যাচ্ছিল। বেনাপোলের একটি দোকানে বসে দালালের সঙ্গে তাকে ভারতে পাচারের ব্যাপারে কথা বলছিল কমল। বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দিয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং কমলকে আটক করে নিয়ে যায়।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :