ফ্রান্স বিএনপির কমিটি বিলুপ্ত

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:৫৩

মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস পর ফ্রান্স বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান সদ্য বিদায়ী সভাপতি সম্পাদককে কমিটি বিলুপ্তির কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

কমিটি বিলুপ্ত হওয়ার ফলে সাধারণ কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এম এ তাহের জানান, এ ব্যাপারে আমরা একটা চিঠি পেয়েছি।

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সায়েম বলেন, আগামী দিনে দলকে গতিশীল করতে সাধারণ কর্মীদের প্রত্যাশা অনুযায়ী ফ্রান্স বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান বলেন, বাংলাদেশে বিএনপি ভয়ানক সময় পার করছে। এ ক্রান্তিকালে দলের জন্য পরিশ্রমী ও মেধাবী কর্মীদেরকে দল মূল্যায়ন করবে এটাই স্বাভাবিক।

তিনি আরো বলেন, বিতর্কের বাইরে থাকা যোগ্যতাসম্পন্ন চৌকস আর গ্রহণযোগ্য নেতাদের নেতৃত্বে আনার পক্ষে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :