ঝড়ের তাণ্ডবেও অক্ষত কোরআন

মনোনেশ দাষ, ময়মনসিংহ
| আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:২৩ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১১:৪৩

ময়মনসিংহে প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব উপেক্ষা করে অক্ষত রয়ে গেল পবিত্র কোরআন। ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় তাবলিগের মারকাজ মসজিদে খোঁজ মিলল এমন আশ্চর্য ঘটনার।

স্থানীয়রা বললেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ে ধোবাউড়া তাবলিগের মারকাজ মসজিদ সম্পূর্ণ উড়িয়ে নিয়ে যায়। কিন্তু অক্ষত থেকে গেল ওই মসজিদের কোরআন শরিফ। সাথে পশ্চিম পাশের টিনের বেড়াও।

ঝড়ের সাথে প্রবল বৃষ্টি হলেও ঐশী গ্রন্থ আল-কোরআনে এক ফোটা পানিও পড়েনি। এ সময় এশার নামাজরত মুসল্লিরাও ছিলেন মসজিদে। তাদেরও কোন ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝড়ে সিমেন্টের তৈরি মসজিদের খুঁটি, টিনের চাল, বেড়া সবই উড়ে গেছে। এ রাতে ধোবাউড়া উপজেলায় ২০টি গ্রামে ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘর-বাড়ি, প্রতিষ্ঠানসহ বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। শুধু অক্ষত রয়ে গেল মসজিদের ভেতর থাকা কোরআন শরিফ।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :