ইতালিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৪০

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। প্রজন্ম থেকে প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সর্ম্পকে জানতে হবে, জানাতে হবে বাংলার মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভায় আলোচকরা এ কথা বলেন।

বুধবার ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে দূতাবাস আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন, স্বাধীন বাংলাদেশের স্বার্থক গৌরবগাঁথা অর্জনে অস্থায়ী বাংলাদেশ সরকার অপরিসীম ভূমিকা রেখেছে। যারা মুক্তিযুদ্ধের সময় দেশ গঠনে বিরোধিতা করেছে, তারা এখনো দেশের বিরুদ্ধে নানান অপকর্ম করে যাচ্ছে। তাই স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সোচ্চার থাকতে হবে স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

এসময় প্রথম সচিব মো. এরফানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :