এলিফ্যান্ট রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৩৭ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:১৩

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকশ গার্মেন্ট শ্রমিক। বিনা নোটিশে কারখানা বন্ধ করা হয়েছে এমন অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়কটি অবরোধ করে রাখে হেক্সা গার্মেন্টসের শ্রমিকরা। তাদের বিক্ষোভের কারণে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যা্ন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মালিকপক্ষ কারখানা স্থানান্তরের চিন্তাভাবনা করলে শ্রমিকরা তাতে রাজি হয়নি। এজন্য শ্রমিকরা বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে।

কয়েকজন শ্রমিক জানান, আমাদের না জানিয়ে গতকাল রাতের আধারে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়ায় আমরা কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শ্রমিকরা জানান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মালিকের সঙ্গে কথা বলার পর শ্রমিকরা সরে যেতে যাবে বলে তাদের জানিয়েছেন। বিষয়টি মালিককে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। মালিক আসলেই শ্রমিকরা তার সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে যাবে।

শ্রমিকদের আন্দোলনের ফলে মহানগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ায় সেসব সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :