হাওরাঞ্চলে আরও আগে যাওয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:২৬
ফাইল ছবি

বন্যায় ও পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় আরও আগে প্রধানমন্ত্রীর যাওয়া উচিত ছিল মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওর অঞ্চলে যাচ্ছেন। কিন্তু আমরা মনে করি, তাকে অনেক আগেই ওইসব দুর্গত এলাকায় যাওয়া উচিত ছিল।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘আমাদের হাওর অঞ্চলে এত বড় একটা দুর্যোগ, সেসময়ে হাওর অধিদফপ্তরের কর্মকর্তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে দেশে সরকার নেই, তাই দায়বদ্ধতাও নেই। সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে এটাই প্রমাণ করে। দেশে যে কোনও সুশাসন নেই তাও বোঝা যায়।’

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে সম্প্রতি বারডেম হাসপাতালে ভর্তি হন। দলের মহাসচিব অসুস্থ নেতার সার্বিক খোঁজখবর নেন।

আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ব্যাপারে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমাদেরকে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে, পহেলা মে জনসভার অনুমতি পাব না। তারা বলেছে, ২ থেকে ৩ তারিখে অনুমতি দিতে পারে। সেজন্য আমরা নতুন করে আবেদন করেছি। দলের নেতারা ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার তার চিরাচরিত যে নীতিবিরোধী দলকে কোনও সভা-সমাবেশ করতে দেবে না- এটা তারই বহিঃপ্রকাশ। এ থেকে বোঝা যায়, গণতন্ত্রের অবস্থাটা এখন কোন জায়গায় আছে। গণতন্ত্র যে নেই বাংলাদেশে- এটা তারই প্রমাণ।’

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/বিইউ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :