টানা তিন কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৪১

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৪ পয়েন্টে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

আজ ডিএসইতে ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি ৩ লাখ টাকা বেশি। গতকাল বুধবার ডিএসইতে ৬৭৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৬৮ পয়েন্টে। সিএসইতে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :