চামড়াশিল্পে আড়াই হাজার কোটি টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ১৯:৫৫

সাভারের চামড়া শিল্প নগরী পুরোপুরি প্রস্তুত হয়নি বলে অভিযোগ করেছেন ট্যানারি মালিকরা। এ জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) দায়ী করে তারা বলছেন, এখন পর‌্যন্ত আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ এ দাবি করেন।

শাহীন আহমেদ অভিযোগ করেন, হাজারীবাগে সব ধরনের সেবা বন্ধ করে দেয়া হলেও সাভারে এখনো গ্যাস সংযোগ পায়নি ট্যানারিগুলো। আদালতের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৮ এপ্রিল ইউটিলিটি বন্ধের পরদিন আদালত ১৫ দিনের মধ্যে সাভারে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দিয়েছিল। এর মধ্যে দেড় শ কারখানার মালিক গ্যাস সংযোগের আবেদন করলেও পেয়েছেন মাত্র নয়জন। বিসিকের অব্যবস্থাপনা ও দুর্বলতার কারণে আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরো অভিযোগ করেন, সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ঠিকভাবে কাজ করছে না। ডাম্পিং ইয়ার্ড নির্মাণের কাজ শেষ হয়নি। তিনটি ক্রোম রিকভারি ইউনিটের কার্যক্রম শুরু হয়নি। এসব অব্যবস্থাপনা আর তাদের ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তারা আদালতে যাবেন বলে জানান তিনি।

শাহীন আহমেদ দাবি করেন, হাজারীবাগের ট্যানারি কারখানা বন্ধের পর থেকে বুধবার পর্যন্ত চামড়াশিল্পের মালিকদের ক্ষতি হয়েছে ২ হাজার ৬৮৬ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৫০৫ কোটি ৪৪ লাখ টাকার কাজ বাতিল হয়েছে।

পরিবেশ দূষণের কারণে পরিবেশবাদী সংগঠন পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিটের পরিপেক্ষিতে আদালত হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এরপর বহুবার সময় দেয়ার পরও তারা সরে না গেলে আদালত জরিমানা করে ট্যানারিগুলোকে। তাতেও কাজ না হলেও ট্যানারিতে গ্যাস-বিদ্যুৎসহ সব ধরনের সেবা বন্ধের নির্দেশ দেন আদালত।

গত ৮ এপ্রিল সরকারি বিভিন্ন সংস্থা তাদের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে হাজারীবাগের ট্যানারিতে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :