রাজবাড়ীতে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ২০:১২| আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২০:২৯
অ- অ+

রাজবাড়ীতে একটি দেশি শুটারগান ও একটি কার্তুজসহ তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম কামাল সরদার (৩২)।

রাজবাড়ী ডিবির ওসি ওবায়দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর এলাকার ছাত্তার মেম্বারের বাঁশ বাগানের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল সরদার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার দুলু সরদারের ছেলে।

ডিবির ওসি আরও জানান, কামাল সরদার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। সে ভাড়ায় হত্যাসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজের সাথে লিপ্ত দীর্ঘ দিন যাবৎ। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় কামালের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন, ৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা
বিচার ব্যবস্থা ঠিক না থাকলে দেশের কিছুই ঠিক থাকে না: আমীর খসরু 
আ.লীগের মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা