কাল জয়িতা সংবর্ধনা পাচ্ছেন ৬৫ নারী
আগামীকাল শনিবার ৬৫ জন সফল নারী জয়িতাকে সংবর্ধনা দেবে সরকার। ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত এসব নারীকে সংবর্ধনা দেয়া হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান হবে। এই সংবর্ধনার আয়োজন করছে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়।
ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন আইডিয়ার একটি কর্মসূচি হল ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’। এই জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে সমাজ দেশ বদলে দেয়ার নেপথ্যে থাকা নারীর অবদানকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মধ্যদিয়ে নারীর ক্ষমতায়নকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা। অনুষ্ঠানে সেরা ১০ জন জয়িতার মধ্যে থেকে ৫ ক্যটাগরিতে শ্রেষ্ঠ পাঁচজন বাছাই করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেজের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করবেন ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমএম/এমআর
মন্তব্য করুন