টেকনাফে ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
| আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৫:১২ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ১৪:৫২
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এবার পান বাগানের ভেতর থেকে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।

বিজিবির দাবি ইয়াবা আটকের মধ্যে এটি সর্ববৃহৎ চালান। শুক্রবার সকাল ১০ টার দিকে সাবরাং ইউনিয়নের সমুদ্র সৈকত কাটাবনিয়ার সংলগ্ন খুরের মুখ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি জানান, মিয়ানমার থেকে নৌপথে টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করছে- এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে কাটাবনিয়ার খুরের মুখ এলাকার পান বাগানে অভিযান চালানো হয়। এসময় সেখানে লতাপাতা দিয়ে লুকিয়া রাখা চারটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা থেকে ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি। উদ্ধার ইয়াবার দাম আনুমানিক ৩৬ কোটি ৩০ লাখ টাকা।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে উদ্ধর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :