টাঙ্গাইলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নারীসহ আহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ১৮:০৪
অ- অ+

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর বারটার দিকে উপজেলা সদরের মীরনগর গ্রামের আব্দুল করিম মিয়ার একটি গরু একই গ্রামের বাচ্চু মিয়ার পাটক্ষেতে গিয়ে যায়। এ সময় বাচ্চু মিয়ার লোকজন ওই গাভীটিকে আটক করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনারদের সম্পদের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির
এভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা