গম্ভীর-উথাপ্পায় উড়ছে কলকাতা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ২০:৪৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষেই রইল কলকাতা। এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে, সাত ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ দিল্লির দেয়া ১৬১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় পায় কলকাতা। দলের পক্ষে অধিনায়ক গৌতম গম্ভীর ৫২ বল খেলে ১১টি চারের সাহায্যে ৭১ রান করে অপরাজিত থাকেন। ৩৩ বল খেলে ৫৯ রান করে রান আউট হন রবিন উথাপ্পা। দিল্লির পক্ষে দুইটি উইকেট নেন কাগিসো রাবাদা।

গত ২৬ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ১৫৮ রানের পার্টনারশীপ গড়ে দলকে দারুণ একটি জয় এনে দিয়েছিলেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা। আজ তারা গড়েছেন ১০৮ রানের পার্টনারশীপ।

আজকের ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দিল্লি ডেয়ারডেভিলস। দলের পক্ষে সঞ্জু স্যামসন ৬০ ও শ্রেয়াস আয়ার ৪৭ রান করেন। কলকাতার পক্ষে নাথান কুল্টার-নাইল ৩টি, উমেশ যাদব ১টি, সুনিল নারিন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ডেয়ারডেভিলস ইনিংস: ১৬০/৬ (২০ ওভার)

(সঞ্জু স্যামসন ৬০, করুন নায়ার ১৫, শ্রেয়াস আয়ার ৪৭, রিশাভ পান্ত ৬, ক্রিস মরিস ১১, কোরি অ্যান্ডারসন ২, অঙ্কি বাউনে ১২*, প্যাট কামিন্স ০*; নাথান কুল্টার-নাইল ৩/৩৪, উমেশ যাদব ১/৩৮, ক্রিস ওয়েকস ০/২০, সুনিল নারিন ১/২৫, কুলদ্বীপ যাদব ০/২৭, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১৫)

কলকাতা নাইট রাইডার্স ইনিংস: ১৬১/৩ (১৬.২ ওভার)

(সুনিল নারিন ৪, গৌতম গম্ভীর ৭১*, রবিন উথাপ্পা ৫৯, মনিশ পান্ডে ৫, শেল্ডন জ্যাকসন ১২*; জহির খান ০/৮, কাগিসো রাবাদা ২/২০, কোরি অ্যান্ডারসন ০/২৭, ক্রিস মরিস ০/৩৯, প্যাট কামিন্স ০/২২, অমিত মিশ্র ০/৩৬)

প্লেয়ার অব দ্য ম্যাচ: গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :