পাঞ্জাবের বিরুদ্ধে দারুণ জয় মোস্তাফিজের হায়দ্রাবাদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ০৯:১৩ | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ০৯:০৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দারুণ একটি জয় পেয়েছে মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটিতে পাঞ্জাবকে ২৬ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নাররা।

এদিন মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের দেয়া ২০৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের পক্ষে ৫০ বল খেলে ৮৪ রান করেন শন মার্শ। হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার ২টি, আশিস নেহরা ৩টি, সিদ্ধার্থ্য কাউল ৩টি ও রশীদ খান ১টি করে উইকেট নেন। চার ওভার বল করে রশীদ খান মাত্র ১৬ রান দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে ৪৮ বল খেলে শিখর ধাওয়ান করেন ৭৭ রান। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ২৭ বল খেলে করেন ৫১ রান। আর ২৭ বল খেলে ৫৪ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল ২টি ও মোহিত শর্মা ১টি করে উইকেট নেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষেও প্রথমে ব্যাট করতে নেমে ২০৭ রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওই ম্যাচে তারা ৩৫ রানের জয় পেয়েছিল। এবারের আসরে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গুজরাট লায়ন্সের বিপক্ষে তারা ২১৩ রান করেছিল। এরপরই রয়েছে হায়দ্রাবাদের এই দুই ইনিংস।

এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে, আটটি ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। হায়দ্রাবাদ নয়টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে তারা মাত্র একটি ম্যাচে একাদশে নিয়েছে। সেই ম্যাচটি ছিল গত ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ২৬ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংস: ২০৭/৩ (২০ ওভার)

(ডেভিড ওয়ার্নার ৫১, শিখর ধাওয়ান ৭৭, কেন উইলিয়ামসন ৫৪*, যুবরাজ সিং ১৫, ময়জেস হেনরিকস ৭*; ইশান্ত শর্মা ০/৪১, অনুরিত সিং ০/২৬, মোহিত শর্মা ১/৩৪, আক্সার প্যাটেল ০/৩৪, কেসি কারিয়াপ্পা ০/৪২, গ্লেন ম্যাক্সওয়েল ২/২৯)

কিংস ইলেভেন পাঞ্জাব ইনিংস: ১৮১/৯ (২০ ওভার)

(মার্টিন গাপটিল ২৩, মনন ভোহরা ৩, শন মার্শ ৮৪, গ্লেন ম্যাক্সওয়েল ০, ইয়ন মরগ্যান ২৬, ঋদ্ধিমান সাহা ২, আক্সার প্যাটেল ১৬, অনুরিত সিং ১৫, মোহিত শর্মা ২, ইশান্ত শর্মা ৫*; ভুবনেশ্বর কুমার ২/২৭, আশিস নেহরা ৩/৪২, সিদ্ধার্থ্য কাউল ৩/৩৬, দীপক হুদা ০/১৭, ময়জেস হেনরিকস ০/৩৯, রশীদ খান ১/১৬)

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :