আইপিএলে আজ মুখোমুখি পুনে-ব্যাঙ্গালোর, গুজরাট-মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ০৯:৩১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে রাইজিং পুনে ‍সুপারজায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।

দিনের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আট ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে গুজরাট লায়ন্স। নয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

রাইজিং পুনে সুপারজায়ান্টস একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, ইমরান তাহির, জয়দেব উনাদকাত।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল/ট্রাভিস হেড, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কেদার যাদব (উইকেটরক্ষক), মন্দ্বীপ সিং, পাওয়ান সিং, স্যামুয়েল বাদরি, টাইমাল মিলস/অ্যাডাম মিলনে, শ্রীনাথ অরভিন্দ, অনিকেত চৌধুরী, যুজবেন্দ্র চাহাল।

গুজরাট লায়ন্স একাদশ (সম্ভাব্য): ব্রেন্ডন ম্যাককলাম, ইশান কিষাণ, সুরেশ রায়না (অধিনায়ক), অ্যারোন ফিঞ্চ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, অ্যান্ড্রু টাই, বাসিল থাম্পি, নাথু সিং, অঙ্কিত সনি।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য): পার্থিব প্যাটেল (অধিনায়ক), জস বাটলার, নিতিশ রানা, রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, হার্দিক পান্ডে, ক্রুনাল পান্ডে/করন শর্মা, হরভজন সিং, মিচেল ম্যাকক্লেনাঘান, মিচেল জনসন/লাসিথ মালিঙ্গা, জ্যাসপ্রীত বুমরাহ।

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :