কৃষ্ণা-মার্জিয়াদের প্রতিপক্ষ জাপান-অস্ট্রেলিয়া-উ. কোরিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১০:১২

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব। এই পর্বে অংশ নিবে বাংলাদেশ। গতকাল এই আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুইটি গ্রুপে খেলবে আটটি দল।

বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে আরও রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দল। গ্রুপ ‘এ’তে খেলবে থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া ও লাওস।

থাইল্যান্ডের মাটিতে শক্তিশালী তিন দলকে মোকাবেলা করাটা বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জিংই হবে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) সে কথা মাথায় রেখে আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

গতবছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এই আসরের বাছাইপর্ব। এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। মূল পর্বে আটটি দলের মধ্যে সেরা তিনটি দল আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাবে।

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :