টাঙ্গাইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৩:০৩

টাঙ্গাইলের নাগরপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছেলে আজাহার মিয়ার বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার চর ডাঙ্গা গ্রামে পিতা লাল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত লাল মিয়া পেশায় রিকশাচালক ছিলেন।

নিহতের ভাই ধলা মিয়া জানান, তার বড় ভাই রিকশাচালক লাল মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার লাল মিয়া তার চিকিৎসার খরচের জন্য গাভী বিক্রি করার কথা বললে ক্ষিপ্ত হয়ে ছেলে আজাহার মিয়া পিতাকে মারপিট করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ছেলে আজাহার সটকে পড়ে। পরদিন শনিবার সকাল ছয়টার দিকে ছেলে তার পিতা গরু বিক্রি করেছে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে দাঁ নিয়ে পিতাকে খুঁজতে থাকে। এসময় পিতা লাল মিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে ছিল। ছেলে দাঁ নিয়ে সেখানে ঢুকে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে পুত্র আজাহার পলাতক আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই লাল মিয়ার মৃত্যু হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :